শনিবার দেশব্যাপি বিএনপি জোটের বিক্ষোভ
চলমান অবরোধ কর্মসূচির মধ্যেই সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
শনিবার দেশব্যাপি এ কর্মসূচি পালন করা হবে। বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, একই সঙ্গে দেশে চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
বিবৃতিতে সালাহ উদ্দিন বলেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে বুধবার প্রধানমন্ত্রী ঔদ্ধত্য ভঙ্গিতে ঘোষণা দিয়েছেন যে, প্রয়োজনে বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। সরকার জামায়াতকে নিষিদ্ধ করার ঘোষণা ইতিপূর্বে অনেকবার দিয়েছে। আওয়ামী মন্ত্রী-নেতারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাব্যক্তিরা প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে আরও ঔদ্ধত্য, অসংযত ও লাগামহীন আচরণে লিপ্ত হয়েছে।
এএইচ/আরআই