কাঁটাতারের বেড়া রক্ষা করতে পারবে না খালেদাকে : মেনন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, হরতাল-অবরোধের নামে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কর্মসূচি বন্ধ না করলে অচিরেই সারা দেশের শিক্ষার্থীরা অভিভাবক ও শিক্ষকদের সাথে নিয়ে বেগম জিয়া আপনাকে ঘেরাও করবে। কাঁটাতারের বেড়া দিয়েও বেগম খালেদা জিয়া আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না।
বৃহষ্পতিবার মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র-ছাত্রী ও অভিভাবক আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
দেশের বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরে রাশেদ খান মেনন বলেন, এদেশের প্রতিটি আন্দোলনে পরীক্ষা হরতালের আওতামুক্ত রাখা হয়েছিল। একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনও ঝুকির মুখে রাখা হয়নি।
তিনি বলেন, দেশের ১৫ লাখ শিক্ষার্থীকে মানসিক চাপের মধ্যে রেখে বেগম খালেদা জিয়া আন্দোলনের নামে যা করছেন তাতে ইতিহাস আপনাকে কখনো ক্ষমা করবে না।
ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, পেট্রোল বোমা মেরে যে ভাবে মানুষ খুন করা হচ্ছে তা মানবতার চরম অবমাননা। মানবতা বিরোধী অপকর্মের জন্য বেগম জিয়াকেও নিজামী-গোলাম আযমদের মত মানবতাবিরোধী বিচারের মুখোমুখী হতে হবে।
মতিঝিল মডেল স্কুল এ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ড. আওলাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, মতিঝিল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম আশরাফ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।
আরএস
সর্বশেষ - রাজনীতি
- ১ মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ২ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ৩ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৪ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৫ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান