ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

রাজনীতিকরা সবচেয়ে ঘৃণিত : এরশাদ

প্রকাশিত: ০১:১১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

দেশে রাজনীতিকরা এখন সবচেয়ে ঘৃণিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষদূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে যুব সংহতি ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, ক্ষমতাসীনরা বলছে তারা ক্ষমতায় টিকে থাকতে অনঢ়। মনে হচ্ছে তারা আল্লাহকেও মানে না। বিএনপি হরতাল-অবরোধের নামে পেট্রোলবোমা মারছে। পেট্রাল বোমা দিয়ে গণতন্ত্র কায়েম করা যায় না।

তিনি আরও বলেন, নিয়তির কি নিষ্ঠুর পরিহাস আমরা জাতির কাছে ভোট ভিক্ষা করি, আর জাতি আমাদের কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছে। তাদের কান্না আমাদের স্পর্শ করে না। আমাদের একটাই লক্ষ্য কি করে ক্ষমতায় যাওয়া যায়।

দেশের বর্তমান সহিংস অবস্থার সমালোচনা করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ঘরে থাকলে ক্ষুধার আগুন বাইরে গেলে পেট্রোলের আগুন। বর্তমান সহিংসতা ১৯৭১ সালকেও ছাড়িয়ে গেছে। হানাদার বাহিনীও শিশু পুড়ে মারেনি। বাসে আগুন দেয়নি।

এএইচ/আরআই