ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

গুলশান কার্যালয়ে কুয়েত অ্যাম্বাসির বার্তা

প্রকাশিত: ০৯:১৫ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

বাংলাদেশে অবস্থিত কুয়েত অ্যাম্বাসি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াতে একটা বার্তা পাঠানো হয়েছে। বুধাবার দুপুর ১২টা ৪০ মিনিটে অ্যাম্বাসির প্রটোকল অফিসার জাহাঙ্গীর আলম এই বার্তা পৌঁছে দেন বলে জানিয়েছে গুলশান কার্যালয়ের একটি সূত্র।

সুত্র আরেও জানায়, চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিএসএফ কর্মকর্তা আনিসুর রহমান এই বার্তাটি গ্রহণ করেন। তবে খামের মধ্যে মোড়ানো বার্তায় কী রয়েছে তা জানা সম্ভব হয়নি।

এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ।

বুধবার শ্রীলঙ্কান হাইকমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ শুভেচ্ছা বার্তা বিএনপি নেত্রীর কাছে পৌঁছে দেন।

এর আগে শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকে শুভেচ্ছা বার্তা পাঠান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এমএম/বিএ/পিআর