ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদার কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা লীগের সমাবেশ

প্রকাশিত: ০৭:১৩ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া ও তার রাজনৈতিক কার্যালয় ঘেরাও করতে আসার পর গুলশান কার্যালয়ের ৮৬ নম্বর রাস্তায় মাথায় মুক্তিযোদ্ধা লীগের নেতাকর্মীদের আটকে দিয়েছে পুলিশ। পরে সেখানে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করছে তারা।

বুধবার দুপুর ১২টা ৫ মিনিটে গুলশান-২ নম্বর চত্বর থেকে খালেদা জিয়ার গুলশান কার্যালয় অভিমুখে রওনা হন তারা। সমাবেশে নেতারা বলেন, কসম খেয়ে শপথ করছি, পরবর্রীতে আবর ঘেরাও করতে আসলে কেউ আমাদের আটকাতে পারবে না।

১২টা ৪৫ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৮৬ নম্বর রাস্তায় মাথায় সমাবেশ করছিল মুক্তিযোদ্ধা লীগের নেতাকর্মীরা।

এমএম/বিএ/এমএস