ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

শুক্রবার বিকেলে চীনের প্রেসিডেন্টের সঙ্গে খালেদার বৈঠক

প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৩ অক্টোবর ২০১৬

দুদিনের সফরে বাংলাদেশে আসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, চীনের প্রেসিডেন্ট যেখানে উঠবেন, সেখানে খালেদা জিয়া যাবেন।

তিন দশকের মধ্যে চীনের প্রথম কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফরে আসছেন। শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এসে পৌঁছাবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট। শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

এমএম/আরএস/পিআর

আরও পড়ুন