ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বি চৌধুরীর জন্মদিনে খালেদার শুভেচ্ছা

প্রকাশিত: ০৯:২০ পিএম, ১১ অক্টোবর ২০১৬

উপ-মহাদেশের প্রখ্যাত চিকিৎসক, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ৮৬তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার সন্ধ্যায় বদরুদ্দোজার বারিধারার বাসায় ফুল পাঠিয়ে এ শুভেচ্ছা জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন ও মহাসচিবের পক্ষে বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান বি চৌধুরীর বাসায় ফুল নিয়ে যান দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, শেখ মো. শামীম, সাবেক ছাত্রনেতা বিল্লাল হোসেন তারেক প্রমুখ।

শহিদুল ইসলাম বাবুল জাগো নিউজকে বলেন, বদরুদ্দোজা চৌধুরী জন্মদিনে ফুলেল শুভেচ্ছা পেয়ে তিনি ম্যাডাম (খালেদা জিয়া) ও মহাসচিবকে ধন্যবাদ জানিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এমএম/বিএ