বিএনপির সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিদেশিদের উদ্বেগের কোনো গুরুত্ব নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না। বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে সংলাপ নয়, জনপ্রতিরোধ গড়েই আন্দোলন মোকাবিলা করবে ১৪ দল।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগরীর দলীয় সংসদ সদস্য, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সহিংসতা কমে আসছে দাবি করে তিনি বলেন, জনপ্রতিরোধের কাছে এই সন্ত্রাসীরা পরাজিত হবেই। দুনিয়ার কোথাও জনগণের বিরুদ্ধে যুদ্ধ করে সন্ত্রাসীরা জয় লাভ করতে পারেনি। জনগণই জয় লাভ করেছে। জনগণ আমাদের সঙ্গে আছে।
এআরএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ২ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৩ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৪ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা
- ৫ বিএনপির ৩১ দফা নিয়ে যা ভাবছে রাজনৈতিক দলগুলো