কাদের সিদ্দিকীর পিএসসহ আটক ৬
কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংলাপ ও অবরোধ প্রত্যাহারের দাবিতে কাদের সিদ্দিকীর অবস্থানরত এলাকা থেকে ছয় নেতাকর্মীকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ। শুক্রবার রাত দেড়টার দিকে হঠাৎ পুলিশ এসে ছয়জনকে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন- কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সচিব ফরিদ আহমেদ, এপিএস আলমগীর হোসেন, ছাত্রনেতা কাওসার জামান খান, যুবনেতা আব্দুর রাজ্জাক, টিটু সুলতান ও রোকন।
রাত ২টায় মতিঝিল থানার সহকারী পরিদর্শক (এসআই) আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নাশকতা সৃষ্টির লক্ষ্যে সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ চলছে।’
এদিকে এ বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী বলেন, ‘কোনো কারণ ছাড়াই আমাদের বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে পুলিশ।’
এআরএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ২ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৩ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৪ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা
- ৫ বিএনপির ৩১ দফা নিয়ে যা ভাবছে রাজনৈতিক দলগুলো