আমান-সোহেলসহ বিএনপির ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও ঢাকা মহানগরের সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।
মোহাম্মদপুর থানা ডিউটি অফিসার এসআই আকরামুল হক জানান, মঙ্গলবার বিকেলে এসআই রাজিব মিয়া বাদী হয়ে মামলা দুটি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আজিজুল হক। তিনি জানান, ২০ দলীয় জোটের হরতাল ও অবরোধ কর্মসূচি চলাকালে নাশকতার ঘটনার সাথে তাদের যোগসাজশ রয়েছে।
এমন অভিযোগের ভিত্তিতে বিএনপির এসব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দুটি দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
জেইউ/এআরএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা