তোবা শ্রমিকদের নিয়ে রাজনীতি সহ্য করা হবে না
তোবা শ্রমিকদের নিয়ে রাজনীতি করলে তা সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন নাগরীক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, তোবা শ্রমিকরা ঈদের আগের দিন থেকে আমারণ অনশন করছেন। তাদের অনশনের সপ্তাহ পার হলেও তাদের বকেয়া বেতন দেওয়া হচ্ছে না। এ নিয়ে কোনো প্রকার রাজনীতি সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের সব সাধারণ মানুষকে তোবা শ্রমিকদের পাশে থাকতে হবে। সরকারের পক্ষ থেকে অবিলম্বে এ সমস্যা দূর করতে এগিয়ে আসতে হবে। এটি আমাদের কোনো নিজস্ব দাবি নয় এটি সর্ব সাধারণের দাবি।
এ সমাবেশে রাজনৈতিক সংগঠন নাগরীক ঐক্য, গণতান্ত্রিক বাম মোর্চাসহ মোট ৩০টি শ্রমিক সংগঠন যোগদান করেছে।
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ২ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৩ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৪ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা
- ৫ বিএনপির ৩১ দফা নিয়ে যা ভাবছে রাজনৈতিক দলগুলো