ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

পুরান ঢাকায় যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশিত: ০৬:৫৭ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের টানা অবরোধের মধ্যে শনিবার রাজধানীর পুরান ঢাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে জজকোর্টের সামনে গাবতলী-সদরঘাট রুটের ৭ নম্বর বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
কোতোয়ালী থানার অপারেশন অফিসার রফিকুল ইসলাম জানান, আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
 
তিনি জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। কাউকে আটক করা যায়নি। এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে বংশাল থানার সামনে ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এআরএস/এমএস