ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আদালতে যাচ্ছেন না খালেদা

প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২৮ জানুয়ারি ২০১৫

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়া।

তার পক্ষের অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া বুধবার রাতে জানান, `প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো হঠাৎ মারা যাওয়ায় মা হিসেবে খালেদা জিয়া শোকে মু‏হ্যমান। তিনি বর্তমানে ভীষণ অসুস্থ এবং চিকিৎসকের পরামর্শে রয়েছেন। এই শোক কাটিয়ে উঠতে অনেক সময়ের প্রয়োজন। এ পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ও নিরাপত্তাসহ অন্যান্য কারণ দেখিয়ে এক মাসের সময় চেয়ে আবেদন প্রস্তুত করা হয়েছে। আশা করি আদালত মানবিক বিষয়টি বিবেচনা করে আমাদের সময় দেবেন। বৃহস্পতিবার আদালতে আবেদনটি উপস্থাপন করা হবে।`   

 

গত ১৫ জানুয়ারি ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন। ওইদিন খালেদা জিয়ার অনুপস্থিতে সাক্ষ্যগ্রহণ করা হয়।