রাজশাহীতে জামায়াতের আমির গ্রেফতার, প্রতিবাদে বুধবার হরতাল
রাজশাহীর চারঘাট উপজেলায় হরতাল ও অবরোধে নাশকতার মূল হুকুমদাতা হওয়ার অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ নাজমুল হককে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। সোমবার রাতে হলিদাগাছি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা জানান, উপজেলায় নাশকতার যে কয়টি ঘটনা ঘটেছে, সবক’টির মূল পরিকল্পনাকারী হিসেবে অধ্যক্ষ নাজমুল রয়েছেন বলে পুলিশের কাছে তথ্য আছে।
বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে নাশকতার বিভিন্ন ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে জানা গেছে।
এদিকে, নাজমুল হককে গ্রেফতারের প্রতিবাদে কাল বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী জেলায় হরতাল ডেকেছে রাজশাহী জামায়াতে ইসলামী। সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হরতাল আহ্বানের কথা জানিয়েছেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামী(পূর্ব)-এর আমির রেজাউর রহমান, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, রাজশাহী জেলা জামায়াতে ইসলাম(পশ্চিম)-এর আমির মাওলানা আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল খালেক।
এর আগে, সোমবার রাতে, হলিদাগাছি এলাকায় মাটিবাহী একটি ট্রাকে পেট্রোলবোমা ছোঁড়া হয়। ঘটনার পর থেকে নাজমুল পলাতক ছিলেন। এ ঘটনায় দগ্ধ ট্রাকের ডাইভার ও হেলপার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা