ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

‘স্বাধীনতা পদক’ চায় ছাত্রলীগ

প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৩ আগস্ট ২০১৬

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। স্বাধীনতা যুদ্ধে ছাত্রলীগের ১৭ হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন। কাজেই যে সংগঠনের হাতে আমাদের পতাকা এসেছে সেই ছাত্র সংগঠনকে দেশের রাষ্ট্রীয় সবোর্চ্চ সম্মান ‘স্বাধীনতা পদক’ দিতে হবে। পদক পেতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কবি জসিম উদ্দিন হল ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

শাখা সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

এছাড়াও অন্যান্য অতিথির মধ্যে ছিলেন, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবিদ আল হাসান প্রমুখ।

সোহাগ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে যখন ৬ দফা ঘোষণা করেন, তখনো মুখ্য ভূমিকা পালন করে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময়েও ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে। পরবর্তীতে ৭০’র নির্বাচন সর্বশেষ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন। সব জায়গায়তেই ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্যদিকে দেশ স্বাধীনতা হওয়ার পর প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগই প্রধান সেনাপতির দায়িত্ব পালন করে। আজকে সময়ের দাবি- সারা বাংলার ছাত্র সমাজের দাবি বাংলাদেশ ছাত্রলীগকে স্বাধীনতা পদক প্রদান করা হোক। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করি।’

এমএইচ/এসএইচএস/আরআইপি