ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

কেক না কাটার ব্যাখ্যা দিলেন ফখরুল

প্রকাশিত: ১২:৪১ পিএম, ১৫ আগস্ট ২০১৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবারের জন্মদিনে কেক না কাটার ব্যাখ্যা দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আপনারা অবগত আছেন, দেশ ও জনগণের কথা ভেবে ইতোমধ্যে উনার (খালেদা জিয়া) জন্মদিনের আনুষ্ঠানিকতা উনি নিজেই বাতিল ঘোষণা করেছেন। তাই দলের পক্ষ থেকে জন্মদিনের কোনো কর্মসূচি নেই।’

সোমবার বিকেলে খালেদা জিয়ার ৭১তম জন্মদিন উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ‘খালেদা জিয়া মনে করেন, দেশের চলমান সামাজিক, রাজনৈতিক সংকট ও বন্যা পরিস্থিতিতে জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন সমীচীন নয়। তাই আমরা দোয়া মাহফিল করে উনার (খালেদা) দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করছি।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মো. শাজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা শাসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন অালাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

এমএম/জেএইচ/আরআইপি

আরও পড়ুন