ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জেলে বসেই রূপকল্প ২০২১ ভেবেছেন শেখ হাসিনা

প্রকাশিত: ০৬:২৮ এএম, ০৪ আগস্ট ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নতি ত্বরান্বিত করার নীতিমালা নিয়েই আমরা সরকার গঠন করেছি। আমাদের লক্ষ্য একটাই গণতান্ত্রিক সুশাসনের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘২০০৭ সালে আমাকে যখন জেলে নিয়ে যাওয়া হয়, তখন জেলে বসেই ভবিষ্যতে দেশের উন্নয়নে কখন কি করা যেতে পারে, কীভাবে দেশকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব তা নিয়ে ভেবেছি। ছোট ছোট কাগজে তা লিখে রেখেছি। আর পরবর্তীতে সেগুলোর ভিত্তিতেই তৈরি হয় রূপকল্প-২০২১।’

প্রধানমন্ত্রী জানান, ১৯৯৬ সালে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় আসে তখনও সরকারের উদ্যোগগুলো ছিল দেশের অগ্রযাত্রা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে।

এরও আগে যখন দীর্ঘ ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল তখনও রাজনৈতিক দল হিসেবে লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং দেশের মানুষের উন্নয়ন।

সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে বাস্তবায়ন করা হলে তা খুব একটা কঠিন কাজ হয় না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

এমইউএইচ/একে/আরআইপি

আরও পড়ুন