ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপির আন্দোলন সর্বহারাদের মতো : শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০২:২০ পিএম, ১৫ জানুয়ারি ২০১৫

বিএনপির আন্দোলন অনেকটা নকশালবাদী ও সর্বহারাদের মতো পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার দুপুরে মংলায় ইপিজেড শিল্প এলাকায় সুনসিন এডিবল অয়েল লিমিটেডের উৎপাদিত ভোজ্য তেলে ভিটামিন-‘এ’ সমৃদ্ধিকরন কার্যক্রমের উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, তাদের আন্দোলন অনেকটা নকশালবাদী ও সর্বহারাদের আন্দোলনে পরিণত হয়েছে। তাদের আন্দোলনের সাথে বাংলাদেশের মানুষের কোন সম্পৃক্ততা নেই। তাদের আন্দোলন অনেকটা নকশালবাদী ও সর্বহারাদের আন্দোলনের রূপ নিয়েছে।

আমির হোসেন আমু বলেন, বর্তমানে ২০ দলের এই আন্দোলন মানুষ হত্যার আন্দোলন। তাদের এই আন্দোলন বিচ্ছিন কিছু ঘটনা যা মানুষ হত্যাকাণ্ডের সাথে তুলনা করা যায়। বাসে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা মেরে তারা মানুষ হত্যার রাজনীতি করছে।

পরে মন্ত্রী প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। মংলা বন্দরের শিল্প এলাকায় প্রায় ১০ একর জমির উপর এ ফ্যাক্টরিটি স্থাপিত হয় ২০১২ সালের জুন মাসে। দেশের সর্ববৃহৎ এ রিফাইনারি প্লান্ট বর্তমানে প্রতিদিন ১ হাজার মেট্রিক টন ভোজ্যতেল উৎপাদন করছে।

শিল্প সচিব মোঃ মোশাররফ হোসেন ভুঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে গেইন এর কান্ট্রি ডিরেক্টর বসন্ত কুমার কর, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান ও ভোজ্য তেলে ভিটামিন এ সমৃদ্ধকরন প্রকল্পের পরিচালক মো. লুৎফর রহমান তরফদার, সুনসিন এডিব অয়েল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী পাশাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

আরএস