হরতাল সফল : রিজভী
দিনব্যাপী ডাকা হরতাল সফল হয়েছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি অবরোধ কর্মসূচি চালিয়ে যেতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে একথা বলেন।
রিজভী বলেন, ১২ ঘণ্টার হরতাল সফল করার জন্য বিএনপির পক্ষ থেকে জনসাধারণকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে লাগাতার অবরোধ চলার মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ গুলিবিদ্ধ হওয়ার পর বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ২০ দল। তবে অবরোধের মধ্যে ডাকা এই হরতালের আলাদা কোনো বৈশিষ্ট্য চোখে পড়েনি। অবরোধের দিনগুলোর মতোই রাজধানীসহ অন্যান্য শহরগুলোর ভেতরে যান চলাচল করছিল। ট্রেন চলাচলও ছিল আগের দিনগুলোর মতো।
হরতালে বিএনপি কার্যালয় ঘিরে আগের মতোই ছিল পুলিশ, কোনো নেতা-কর্মী সেদিকে ভেড়েননি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়াও ছিলেন তার কার্যালয়ে পুলিশি বেষ্টনিতে।
রিজভী বলেন, অমানবিক নাশকতা সৃষ্টি করে বিরোধী দলের বিরুদ্ধে তারা (সরকার) অপপ্রচার চালালেও মানুষ তা কখনোই বিশ্বাস করবে না। বিএনপি নেতা বলেন, সরকার জনম্যান্ডেট ছাড়া অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নাশকতা, সন্ত্রাস, হানাহানি, খুনোখুনির ওপর নির্ভর করেই দেশ পরিচালনা করছে।
খালেদা জিয়াকে তার কার্যালয়ে অবরুদ্ধ, ভারপ্রাপ্ত মহাসচিবসহ নেতা-কর্মীদের কারাবন্দি করেও সরকার পার পাবে না বলে হুঁশিয়ার করেন তিনি।