অভিনব অবরোধ : রাস্তায় তারকাঁটা, পাংচার হলেই আগুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাট এলাকায় অবরোধে নাশকতা চালাতে অভিনব কৌশল হিসেবে যুক্ত হয়েছে তারকাঁটা। এ এলাকার পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ স্থলবন্দর সড়কে তারকাঁটা ছড়িয়ে ছিটিয়ে রেখে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে অবরোধকারীরা। সেই সঙ্গে তারকাঁটায় বিদ্ধ হয়ে চাকা পাংচার হলেই আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবগঞ্জ উপজেলার সবচেয়ে বিপজ্জনক এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে কানসাটের কলাবাড়ি এবং মুসলিমপুর। জেলার মধ্যে এসব স্থানেই নাশকতার বড় ঘটনাগুলো ঘটছে। অবরোধকারীরা প্রায় প্রতিরাতেই মুসলিমপুরের আশপাশের রাস্তা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কেটে ফেলছে। রাস্তায় গাছ কেটে ব্যারিকেড দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করছে তারা।
এর সঙ্গে যুক্ত হয়েছে তারকাঁটার আতঙ্ক। তারকাঁটায় বিদ্ধ হয়ে অনেক গাড়ির চাকা পাংচার হওয়ার ঘটনা ঘটছে। এসবের মধ্যে তিনটি গাড়ি পেট্রলবোমা দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত ২টার দিকে কানসাট-কলাবাড়ি এলাকায় রাজশাহী থেকে সোনামসজিদ বন্দরে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান কাঁটাতারে বিদ্ধ হয়ে পাংচার হয়। এ সময় অবরোধকারীরা পিকআপ ভ্যানটিতে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) চৌধুরী যোবায়ের আহম্মেদ বলেন, মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশকিছু তারকাঁটা উদ্ধার করেছে পুলিশ। এসব কাঁটায় আইন-শৃঙ্খলা বাহিনীর অন্তত ১০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই মাঠে নেমেছে পুলিশ।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী যেন টহল দিতে না পারে এবং দেশের ২য় বৃহত্তম এ স্থল বন্দরটি যেন বন্ধ হয়ে যায়- এ উদ্দেশ্য নাশকতা চালানো হচ্ছে।
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা