ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপি একটি অশুভ দল : আশরাফ

প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১২ জানুয়ারি ২০১৫

বিএনপি একটি অশুভ দল, যেকোনো সময় তারা যেকোনো অঘটন ঘটাতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সোমাবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি একটি অশুভ দল। যেকোনো সময় তারা যেকোনো অঘটন ঘটাতে পারে। তাই আপনারা যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য ঐক্যবদ্ধভাবে প্রস্তুত ও সতর্ক থাকুন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর কোনো বিকল্প নেই। বিএনপি রাজনৈতিক দল হয়ে থাকলে আগামী নির্বাচনে অংশ নেবে। তা না হলে তাদের অস্তিত্ব থাকবে না।

বিএনপির নির্বাচন বয়কট প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ কী আপনাদের নির্বাচনে আসতে বাধা দিয়েছিল? আপনারা কেন নির্বাচনে আসলেন না। এটা কী আওয়ামী লীগের দোষ? নির্বাচন কী গণভোজ যে যখন খুশি তখন দেওয়া যাবে। আপনাদের কি দাওয়াত দিয়ে আসতে হবে?

বিএনপির অন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ভেবেছিল আওয়ামী লীগকে ‘ফু’ দিলে উড়ে যাবে। ‘ফু’ দিলে উড়ে যাবে আওয়ামী লীগ এমন দল নয়। নির্বাচনে যদি আমার বিরুদ্ধে আপনারা প্রার্থী না দেন, তাহলে কি দোষ আমার। আওয়ামী লীগ কি আপনাদের প্রার্থী দিতে বাধা দিয়েছিল? আপনারা কেন নির্বাচনে এলেন না?

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভাষণ দেন।

আরএস