ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সোহরাওয়ার্দী উদ্যানে অস্ত্রসহ বিএমএ নেতা আটক

প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১২ জানুয়ারি ২০১৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশস্থল থেকে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতা ও ছাত্রলীগ নেতাসহ ৫ জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ সোমবার দুপুরে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটক ডা. উত্তম কুমার বড়ুয়া বিএমএ’র সাংগঠনিক সম্পাদক। এসময় তার কাছ থেকে ৮ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তিনি সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক। সম্প্রতি তিনি হাসপাতালে যোগদান করেছেন বলে জানা গেছে।

আটক অন্য চারজন হলেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন লিটু। তার কাছ থেকে কাছ ১৪ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এছাড়াও প্রচার লীগের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম শাহীনের কাছ থেকে ৩৯ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। মোহাম্মদ জসীম উদ্দীনের কাছ থেকে ১২ রাউন্ড গুলিসহ একটি পিস্তল এবং জাহাঙ্গীর আলমের কাছ থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

শাহবাগ থানার উপপরিদর্শক রইচ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রবেশ গেইটে দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জেইউ/আরএস/এসআরজে/ এমএএস