ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নিম্ন আদালতে ঘুষ ৩ কোটি হলে উচ্চ আদালতে কত : গয়েশ্বর

প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৪ জুলাই ২০১৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ৩ কোটি টাকা ঘুষের বিনিময়ে নিম্ন আদালত থেকে যদি জামিন পেয়ে থাকেন, তাহলে উচ্চ আদালতে কত টাকা ঘুষ দিতে হবে?

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

মানি লন্ডারিং মামলায় নিম্ন আদালতের দেয়া বেকসুর খালাসের রায় বাতিল করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা দেয়ার প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

এসময় তিনি বিচারকদের ঘুষ নেয়ার বিষয়ে যে বক্তব্য দেয়া হচ্ছে তা আদালত অবমাননা কি না প্রশ্ন রাখেন।

তিনি বলেন, জিয়া পরিবারকে ধ্বংসের কথা যারা ভাবছেন তারা বোকার স্বর্গে বসবাস করছেন। জিয়া পরিবারের সঙ্গে ১৬ কোটি মানুষ জড়িত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা আগেই জানতাম অন্যদিকে ভারত বলেছে তাদের বাহিনী প্রস্তুত তাহলে তারাও কি আগে থেকেই জানতো, জানতে চান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি অবৈধভাবে ক্ষমতায় থাকবেন আর আমরা বসে বসে চীনা বাদাম খাবো সেটা হতে পারে না।

নেতা-কর্মীদের বিরুদ্ধে তিনি বলেন, একে অপরের বিরুদ্ধে দলাদলি বন্ধ করুন। জনগণ ঐক্যবদ্ধ হলে সন্ত্রাস মোকাবেলা করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

মহানগর বিএনপির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এমএম/এসকেডি/এবিএস

আরও পড়ুন