শহীদ মিনারে ছাত্রদলের মিছিল
ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রোববার সকাল সাড়ে ৮টায় তারা এই কর্মসূচি পালন করে। এসময় মিছিলে ছাত্রদলের প্রায় ৪০ নেতাকর্মী অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় টহলরত অবস্থায় পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ছিল। তাদের সামনেই মিছিল করে ছাত্রদল কর্মীরা। তবে এসময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ছাত্রদলের এক কর্মী জানান, পুলিশ যেহেতু এ্যাকশনে যায়নি। তাই অামরাও শান্তিপূর্ণ মিছিল করেছি।
আল মেহেদী তালুকদারের নেতৃর্ত্বে মিছিলে আরো অংশ নেন সালাউদ্দিন সুমন, মুখলেসুর রহমান, মাতিশ হাসান, ইকবাল হােসাইন শ্যামল, আকতার হোসাইন, করিম প্রধান রনি, মাসুম আহমেদ, এমএস মাসুদ, মুজাহিদুল ইসলাম, মারুফ এলাহি রনি, মির্জা গোলাম শাব্রু, সাদাত নাসির শুভ, মমিনুল ইসলাম জিসান, হাসানুর রহমান, শফিকুল ইসলাম, কাজী শামসুল হুদা, মাহফুজুর রহমান, আফজাল রুমান, রাতুল, নয়ন, সাইদুর, রহমত উল্লাহ, আল আমিন, অনিক, রিয়াদ, শাওন ও ঢাকা কলেজের সোহরাব হোসাইন, মানিক মিয়া, রকি, রিয়াদ, শাহ ফরান, সোলাইমান, মাহফুজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আল আমিন, কৌশিক, রাজিব প্রমুখ।
মিছিল শেষে ছাত্রদল নেতা মুজাহিদ জাগো নিউজকে জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালনে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তাদের সর্বোচ্চ চেষ্টা অব্যহত রাখবে।