ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : ফখরুল

প্রকাশিত: ০৭:৫৯ এএম, ২৪ জুলাই ২০১৪

মির্জা আব্বাসের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপি ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫ বছর ধরে বিএনপি জনগণের অধিকার রক্ষায় গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন করে যাচ্ছে। এখনো আন্দোলনে আছি বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগরের নতুন কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, মির্জা আব্বাসের নেতৃত্বে খালেদা জিয়ার ঘোষিত ঢাকা মহানগর কমিটি নিয়ে দেশবাসীর মতো বিএনপির নেতা-কর্মীরা প্রত্যাশা করে আগামী দিনে সরকার পতনের আন্দোলনের জন্য বিএনপি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠতে সক্ষ্যম হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ঈদের আগে পরে নয় ৫ বছর ধরে আন্দোলন করে যাচ্ছি। সাফল্য পেয়েছি ৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দেয়নি। মির্জা আব্বাস বলেন, ঢাকা মহানগর বিএনপির আগামী দিনে আন্দোলনের পরিকল্পনা হলো জনগণকে সম্পৃক্ত করে দলকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলা। আমাদের বিশ্বাস আন্দোলনের ফলে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে।

এ সময় ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস, সদস্যসচিব হাবিবুন উন নবী খান সোহেল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসিচব বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী আহমেদ, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ঢাকা মহানগরের সদস্য এস এ খালেক, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফাসহ অন্যান্য নেতারা আরো উপস্থিত ছিলেন।