টেবিলে বসার আহবান এরশাদের
সব রাজনৈতিক দলকে আলোচনার টেবিলে বসার আহবান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মাদ এরশাদ। চলমান সংঘাতময় রাজনীতিতে উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।
এরশাদ বলেন, আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দেশ আবার চরম রাজনৈতিক সংঘাত, অস্থিরতা, হানাহানির দিকে অগ্রসর হচ্ছে। নতুন বছরের শুরু থেকেই সংঘাতের রাজনীতি শুরু হয়েছে। তাই আসুন এক টেবিলে আলোচনায় বসি এবং সংকট নিরসনের উপায় উদ্ভাবন করি।
উল্লেখ্য, ২০১৪ এর ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে, বিরোধী দলের জায়গা দখল করে জাতীয় পার্টি। অন্যদিকে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি বর্জন করে নির্বাচন। ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে আখ্যায়িত করে ঢাকায় সমাবেশ কর্মসূচির ডাক দিলেও বাধার মুখে তা পণ্ড হয়ে যায়।
কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সোমবার বিকালে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন খালেদা জিয়া। একই দিন বিভিন্নস্থানে সহিংসতায় নিহত হন চারজন।
অন্যদিকে একই দিনকে ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস’ হিসাবে পালন করে আওয়ামী লীগ।