ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বুধবার আদালতে হাজির করা হবে ফখরুলকে

প্রকাশিত: ০১:০১ পিএম, ০৬ জানুয়ারি ২০১৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বুধবার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব প্রেসক্লাবের সামনে থেকে নিজ গাড়িতে করে গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যান পুলিশ।

এ সময় তাকে ঘিরে ছিলেন বিএনপি-জামায়াতপন্থি সাংবাদিক নেতারা। কিন্তু এরই ফাঁকে প্রেসক্লাব চত্বরেই গাড়িতে চড়ে পুলিশ ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় মির্জা ফখরুলকে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল (বুধবার) তাকে আদালতে পাঠানো হবে।’

তবে কোন মামলায় গ্রেফতার দেখিয়ে মির্জা ফখরুলকে আদালতে পাঠানো হবে তা জানাতে ‍পারেননি ডিসি মাসুদুর রহমান।

গাড়ি পোড়ানোসহ বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ডিএমপির একাধিক থানায় ৬৭টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।