গুলশান কার্যালয়ের প্রধান ফটকে তালা
বিএনপি’র গুলশান কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে এঘটনা ঘটে। বিএনপির প্রেস উইং-এর কর্মকর্তা শায়রুল কবির খান এতথ্য জানিয়েছেন।
এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও প্রস্তুত রয়েছে। যাতে খালেদা জিয়া বের হলে নিরাপত্তার কোনো বিঘ্ন না হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সাংবাদিকদের বলেন, ‘গণতন্ত্র হত্যা দিবসের সারাদেশের পাশাপাশি রাজধানী ঢাকায় জনসভার কর্মসূচি হবে। সাধারণত জনসভা হয় বিকেলে। সে অনুযায়ী দুপুরের পরপরই যে কোনো সময়ই বেগম খালেদা জিয়া কার্যালয় থেকে বের হবেন।’
খালেদা জিয়ার গন্তব্য কোথায় জানতে চাইলে তিনি বলেন, ‘যেখানে লোকসমাগম হবে সেখানেই তিনি যাবেন। তবে তা এই মুহুর্তে বলা যাচ্ছে না।’
এদিকে সোমবার সকাল ১০টার দিকে গুলশানের বাসা থেকে খালেদা জিয়ার সকালের নাস্তা পাউরুটি, কলা-ডিম-জুস প্রভৃতি খাবার নিয়ে আসা হয়। খালেদা জিয়া সকাল সাড়ে ৯টায় ঘুম থেকে উঠেছেন বলে মহিলা দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
সর্বশেষ - রাজনীতি
- ১ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ২ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৩ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৪ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৫ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা