রাজধানীতে ৮টি বাস ও প্রাইভেটকারে আগুন
রাজধানীর বিভিন্নস্থানে ৮ বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানগুলোর মধ্যে রয়েছে, নয়া পল্টন, তেজগাঁও, নর্দা, গুলিস্তান, গেন্ডারিয়া ও গুলশান। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনা ঘটে। এছাড়া যাত্রাবাড়ী এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেওয়ার খবর জানা গেছে।
জানা গেছে, রাজধানীর গেন্ডারিয়া এলাকায় বিকেল ৪ টায় মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি মোহাম্মাদপুর-গেন্ডারিয়া রুটে চলাচল করতো। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সন্ধ্যা পৌঁনে ৭ টায় আজিমপুরের মেটানিটির সামনে একটি যাত্রীবাহি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টায় গুলশানের ডিসিসি মার্কেটের সামনে একটি যাত্রীবাহি বাসে হাতবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায় নি।
সন্ধ্যা সাড়ে ৫ টায় গুলিস্তানের গোলাপশাহ মাজারের কাছে তানজিল পরিবহনের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া দুপুর আড়াইটায় নয়া পল্টনে, সাড়ে ৩ টায় তেজগাঁও মহিলা কলেজের সামনে, সাড়ে ৪ টার দিকে বসুন্ধরার নর্দা এলাকায় এবং মালিবাগে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।