ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মার্চেই শিশু পার্ক স্থানান্তর করা হবে : মোজাম্মেল হক

প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৩ জানুয়ারি ২০১৫

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ২৬ মার্চের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের পাশ থেকে শিশু পার্ক স্থানান্তরের মাধ্যমে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা হবে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন মিলনায়তনে বেদান্ত সংস্কৃতি মঞ্চ বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব চিরস্থায়ী থাকবে । ভারতীয় মিত্র বাহিনীর শহীদদের স্মরণে একটি স্মৃতি স্তম্ভ এবং স্বাধীনতা বিরোধীদের নিন্দা ও ঘৃণা জানাতে একটি ঘৃণা স্তম্ভও তৈরি করা হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যে বন্ধুত্ব অটুট রয়েছে, তা কোন সরকার পরিবর্তন হলে শেষ হয়ে যাবে না। কোন ষড়যন্ত্র করে কেউ এই দুই দেশের চিরস্থায়ী বন্ধুত্ব নষ্ট করতে পারবে না। সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে দুই দেশের সরকার কার্যকরী ভূমিকা পালন করে শান্তি ও উন্নয়নে কাজ করবে।

মোজাম্মেল হক বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা সূর্যসেন, ক্ষুধিরাম প্রীতিলতাসহ সকলের অবদানকে যথাযথভাবে মূল্যায়নের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে।

এ সময় তিনি পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখার পাশাপাশি স্বাধীনতা বিরোধীদের ভুমিকাও যথাযথভাবে তুলে ধরার আহবান জানান।

নাজমুল হক এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ সফররত ভারতীয় জনতা পার্টির নেতা তথাগত রায়, ডা. সুভাষ সরকার, সাক্ষী গোপাল ঘোষ, ধঞ্জয়কুমার সিং, অধ্যাপক আরিফুর রহমান, সাংবাদিক সালাম আজাদ প্রমুখ।