বন্দুকযুদ্ধ ঠাণ্ডা মাথায় খুন : রিজভী
সাঁড়াশি অভিযান শেষ হলেও গ্রেফতার বাণিজ্য এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন আবার ক্রসফায়ারের হিড়িক পড়েছে। সরকারের জিম্মায় ক্রসফায়ার হয় কীভাবে? বন্দুকযুদ্ধের কোনো শব্দ জনগণ শুনতে পায় না কেন? এসব বন্দুকযুদ্ধ ঠাণ্ডা মাথার খুন।
বুধবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রকৃত জঙ্গি ধরতে ব্যর্থ হয়ে আইন-শৃঙ্খলা বাহিনী দেদারসে ক্রসফায়ার দিচ্ছে। সরকার ক্রসফায়ারের মাধ্যমে গভীর সত্যকে লুকানোর চেষ্টা করছে।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকার সাজানো অস্থিতিশীলতা বজার রাখতে চাচ্ছে। যাতে গণতান্ত্রিক শক্তি ধেয়ে আসতে না পারে।
জীবনের কোলাহল নেই, চারদিকে কুলখানি, শ্রাদ্ধ ও চল্লিশার অনুষ্ঠান চলছে বলেও মন্তব্য করেন রিজভী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন অর রশীদ, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।
এমএম/একে/এবিএস
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ২ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি
- ৩ বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না: ডা. শফিকুর রহমান
- ৪ চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি, জামায়াতের নিন্দা
- ৫ বিএনপির ৩১ দফা নিয়ে যা ভাবছে রাজনৈতিক দলগুলো