ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ভয় নেই, অহিংস আন্দোলন করবো : মির্জা আব্বাস

প্রকাশিত: ০৪:০১ পিএম, ২২ জুলাই ২০১৪

আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগীরর আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, ‘ভয়ের কারণ নেই, আমরা অহিংস আন্দোলন করবো।’

তিনি বলেন, ‘বিএনপি রাজনৈতিক দল, আমরা গণতান্ত্রিক রাজনীতি করি। আমাদের অহিংস আন্দোলনে আপনাদের (আওয়ামী লীগ) সহিংস বাহিনী লেলিয়ে দিয়েন না। আন্দোলন চলবে, আমরা স্বাভাবিক আন্দোলন করব।’

রাজধানীর ইস্কাটন গার্ডেনে লেডিস ক্লাবে মঙ্গলবার বিকালে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা মেডিকেল কলেজ জাতীয়তাবাদী চিকিৎসকদের পুনর্মিলনী উপলক্ষে এ ইফতার পার্টির আয়োজন করা হয়। মির্জা আব্বাস গত শুক্রবার ঢাকা মহানগরীর দায়িত্ব নেয়ার পর গণমাধ্যমের সামনে এই প্রথম মুখ খুললেন।

এ সময় তিনি বলেন, ‘আমি নতুন দায়িত্ব নিয়েছি এখন কিছু বলব না। আমি দায়িত্ব নেয়ার পর সেইদিন আমার বাসায় কোনো সাংবাদিক ডাকিনি। আসলে ওইদিন যা ঘটেছে তা আমি পত্র-পত্রিকার মাধ্যমে দেখেছি। আমি দুই একদিনের মধ্যে মহানগরী নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলব।’

প্রসঙ্গত, মহানগরীর দায়িত্ব পাওয়ার পর গত শনিবার মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসার সামনে সাংবাদিকসহ নেতাকর্মীরা ভীড় জমায় তার প্রতিক্রিয়া জানার জন্য। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর আব্বাসের দেখা না পেয়ে সবাই ফিরে যান।

আওয়ামী নেতা ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘কামরুল বলেছেন ঢাকা মহানগর কমিটি থেকে সাদেক হোসেন খোকাকে সরিয়ে সব রাজকারদেরদের নিয়ে কমিটি করা হয়েছে। সাদেক হোসেন খোকা যে সেক্টরে যুদ্ধ করেছেন আমিও সেই একই সেক্টরে যুদ্ধ করেছি। এ সব প্রলাপ বকে লাভ নেই।’