সোহরাওয়ার্দীতে সমাবেশ বাতিল করেছে ছাত্রদল
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার ২ জানুয়ারি পূর্ব ঘোষিত সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ বাতিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। স্বল্প সময়ে সমাবেশের প্রস্তুতি সম্পন্ন করতে না পারায় এই সিদ্বান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
ছাত্রদল দফতর সম্পাদক মো: আবদুস সাত্তার পাটওয়ারি জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য তারা ১৫ ডিসেম্বর ডিএমপি কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু ২৯ ডিসেম্বর তাদেরকে মৌখিকভাবে অনুমতি দেয়া হয়। তাই স্বল্প সময়ে সমাবেশের প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব না হওয়ায় সমাবেশ বাতিল করা হয়েছে।
ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, সময়ের স্বল্পতা, পাশাপাশি ৫ জানুয়ারি দেশব্যাপী ম্যাডামের জাতীয় কর্মসূচির কারনে সমাবেশ বাতিল করা হয়েছে। ছাত্রদল সবসময় জাতীয় সংকটে জনগণের পাশে দাঁড়ায় তাই ৫ জানুয়ারির সমাবেশের জন্য ২ জানুয়ারির সমাবেশ বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক দেয় ছাত্রদল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য রাখার কথা ছিল।
সর্বশেষ - রাজনীতি
- ১ জিয়াউর রহমানের সমাধিতে নিউইয়র্ক বিএনপি সভাপতির শ্রদ্ধা
- ২ মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ৩ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ৪ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান
- ৫ দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে: জাতীয় নাগরিক কমিটি