গুপ্তহত্যা করে ভয় ধরানো যাবে না : সৈয়দ আশরাফ
বাংলাদেশ বীরের জাতি। তাই গুপ্তহত্যা করে তাদের মনে ভয় ধরানো যাবে না বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে সাভারের লোক প্রশাসন কেন্দ্রে ৬১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, বাঙালির মনে ভয় ধরানোর জন্যই এ ধরনের হত্যাকাণ্ড হচ্ছে।তবে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপর রয়েছে।
এর আগে অনুষ্ঠানে প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদ ও মেরিট মেডেল প্রদান করেন মন্ত্রী। এছাড়া প্রশিক্ষণে সর্ব্বোচ্চ নম্বর প্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার আতিকুল ইসলাম প্রধানকে বিপিএটিসি’র রেক্টর পদক প্রদান করেন তিনি।
ছয় মাস মেয়াদি এ কোর্সে জুডিসিয়াল সার্ভিসসহ বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৭টি ক্যাডারের মোট ৫৪৫ নবীন কর্মকর্তা সফল ভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান।
আল-মামুন/এএইচ/পিআর