বিএনপি গণতন্ত্রের উপযুক্ত দল নয় : তথ্যমন্ত্রী
যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরকে সমর্থন দেওয়ায় বিএনপি গণতন্ত্রের উপযুক্ত দল নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, ১৯৭১, ৭৫ এবং ২০০৪ সালের ২১ আগস্টে যারা বেঈমানি করেছে, তাদের সঙ্গে বিএনপির যোগসূত্র রয়েছে। সুতরাং এই বিএনপিকে গণতন্ত্রের উপযুক্ত কোনো দল বলা যেতে পারে না।
সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটারিয়ায় শহীদ কর্নেল তাহেরের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘যুদ্ধাপরাধীদের বিচার দীর্ঘসূত্রিতার বিপদ’ র্শীষক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। কর্নেল তাহের সংসদ এই আলোচনা সভার আয়োজন করে।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, অনেকে বলছে যুদ্ধাপরাধীদের বিচার বিলম্বিত হওয়ার কারণে এখন দেশে খারাপ সময় চলছে। আমি বলবো, এখন কোনো খারাপ সময় চলছে না। বরং আগের চেয়ে এখন ভালো সময় যাচ্ছে। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হয়েছে। অন্যান্য যুদ্ধাপরাধীদের বিচারকার্য এগিয়ে চলেছে। তাদের ফাঁসি কার্যকর হবেই।
তিনি বলেন, আমরা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যুদ্ধাপরাধীদের বিচার করবো, জামায়াতকে নিষিদ্ধ করবো এবং যুদ্ধাপরাধীদের রাজনৈতিক অঙ্গন থেকে দূরে রাখবো। যারা এ বিষয়ে অভিজ্ঞ তারা আমাদের পরামর্শ দেবেন।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন এমপি, বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসির মামুন, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, শহীদ কর্নেল তাহেরের সহধর্মিনী লুৎফা তাহের প্রমুখ।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
আলোচনা সভায় অধ্যাপক ড. মুনতাসির মামুন বলেন, দেশে আজ অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব চলছে। সমাজ ও রাষ্ট্র বর্তমানে দুই ভাগে বিভক্ত। এতে করে যুদ্ধাপরাধীদের বিচারকার্যে দীর্ঘসূত্রিতা হচ্ছে। এ থেকে বেরিয়ে এসে আইনমন্ত্রীকে আরো বিচক্ষণতার পরিচয় দিতে হবে এবং ট্রাইবুনালকে শক্তিশালী করতে হবে।
সর্বশেষ - রাজনীতি
- ১ চট্টগ্রামের উন্নয়নে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন মেয়র শাহাদাত
- ২ বাংলাদেশকে বিকলাঙ্গ রাষ্ট্রে পরিণত করেছিলেন শেখ হাসিনা: রিজভী
- ৩ চিকিৎসাধীন শিক্ষার্থীদের ৫ লাখ টাকা দিলেন তারেক রহমান
- ৪ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতারা
- ৫ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে: মেয়র শাহাদাত