ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আদালতকে সম্মান জানাই, শপথ নেব কি না এটা দলীয় সিদ্ধান্ত: ইশরাক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২৭ মার্চ ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আদালতের ঘোষণার প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বলেছেন, শপথ নেব কি না তা দলীয় সিদ্ধান্ত। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নয়াপল্টনে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

ইশরাক বলেন, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন হয়। ওই সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। আজ আদালতে যথাযথ রায়ের মাধ্যমে আমাকে মেয়র হিসেবে ঘোষণা করে এবং ফজলে নূর তাপসের গেজেট বাতিল করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইশরাক বলেন, আমি এবং আমার দলের পক্ষ থেকে আদালতকে সম্মান জানাই। শপথ নিব কি না এটা দলীয় সিদ্ধান্ত।

এসময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেএইচ/এমআইএইচএস/জেআইএম

বিজ্ঞাপন