ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

‘বিচারের আগে আওয়ামী লীগের পুনর্বাসন চাইলে প্রতিহত করা হবে’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫২ পিএম, ২১ মার্চ ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ইতিহাসের নিকৃষ্ট দল আওয়ামী লীগের বিচারের আগে যারাই পুনর্বাসন চাইবে তাদেরই প্রতিহত করা হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না।

শুক্রবার (২১ মার্চ) সকালে রাজধানীর ভাটারায় আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলনের এই যুগ্মমহাসচিব বলেন, প্রয়োজনে আবার জুলাই বিপ্লব হবে, তবুও গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগের পুনর্বাসন এ মাটিতে হবে না।

ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মো. মাছউদুর রহমান, ডা. মুজিবুর রহমান, মুফতি নিজাম উদ্দিন, মুফতি আরমান হোসাইন, শরিফুল ইসলাম, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, আলহাজ্ব আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা হাজী সোলাইমান, ডা. জুবায়ের, মাসুম বিল্লাহ, মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এএএম/জেএইচ/এএসএম

বিজ্ঞাপন