প্রত্যাশার প্রতিফলন দেখতে চায় মানুষ: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের জনগণ তাদের ভোটের জন্য আজকের অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। শুধু দেশ পরিচালনা নয়, জনগণের আরেকটি প্রধান প্রত্যাশা হচ্ছে, দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মঈন খান বলেন, ভাষা আন্দোলনের আগে মানুষের স্বাধীনতা চাওয়ার যে আকাঙ্ক্ষা ছিল, ঠিক একইভাবে আজ ২০২৫ সালে এসে মানুষ তাদের ভোট দেওয়ার যে প্রত্যাশা, সেটির প্রতিফলন অবিলম্বে দেখতে চায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে আন্দোলন-সংগ্রাম চলে আসছে। ছাত্র জনতা তাদের আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। গ্রামে গ্রামে আমাদের নেতাকর্মীরা রাত জেগে আন্দোলন করেছেন, মাঠে-মাঠে সংগ্রাম করেছেন। ৫ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সেই জুলুমের অবসান ঘটেছে।
বাংলাদেশের জনগণের মধ্যে স্বাধীনতা, গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার প্রতি যে আকর্ষণ রয়েছে তা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে আমাদের পর্যবেক্ষণ করছে। তারা জানে, আমরা যখন দায়িত্বে থাকব, তখন তাদের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গত ১৬ বছর ধরে শহীদ জিয়ার হাতে গড়া বিএনপি এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের আন্দোলন ছিল। সেই আন্দোলনের ফলস্বরূপ, জুলাই-আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান ঘটে।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের জনগণকে গিনিপিগে পরিণত করার চেষ্টা করবেন না। যারা আঁতেল আছেন, বুদ্ধিজীবী আছেন, থাকেন। আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু জনগণের অধিকার কেড়ে নিবেন না। জনগণ এই দেশের মালিক, তারাই স্থির করবে এই দেশে কোন ধরনের সংস্কার হবে। বাংলাদেশের সংসদ বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিবে। সুতরাং অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করুন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। অর্থনীতি ক্রমান্বয়ে অবনতির পথে। এই অবস্থা থেকে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে কেবল একটি সঠিক ও দ্রুত নির্বাচন। আমরা জনগণের শাসন চাই। সংস্কার যদি করতে হয় নির্বাচিত সংসদ সংস্কার করবে। বাংলাদেশের জনগণ সংস্কার করবে। এক ধরনের আঁতেল বাংলাদেশে গজিয়ে উঠেছে। তাদের সঙ্গে জনগণের সম্পর্ক নাই। তারা জানে যে, জনগণ কখনো গ্রহণ করবে না। তাদের আজব আজব ধ্যান ধারণা জনগণের কাঁধে চাপিয়ে দিতে চায় ছাত্রদের মাধ্যমে।
আরও পড়ুন
- জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেবে না বিএনপি: ফখরুল
- ২০০ আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না: খসরু
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ছাত্ররা বয়সে তরুণ, সারা পৃথিবী দেখেই নাই তাদের। এখনো বাবার হোটেলে খায়, এখনো তাদের সে ধরনের ম্যাচিউরিটি আসে নাই। তবে তাদের ধন্যবাদ জানাই, তারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। বিএনপির সঙ্গে তারাও নেমেছে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে। আবারও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র দেখছি, বিএনপির ১৬ বছরের সংগ্রামকে উপেক্ষা করা হচ্ছে, মনে হচ্ছে এই দেড় মাসের সংগ্রামে যেন দেশ স্বাধীন হয়ে গেছে। এই দেড় মাসের সংগ্রামেও বিএনপির ৪২২ জন নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমাদের সচেতন হতে হবে। বর্তমান সরকার নিরপেক্ষ সরকার। তাদের মধ্যে অনেকে বলে আগে সংস্কার পরে নির্বাচন। তাহলে আমরা এত কর্মী কী জন্য জীবন দিলাম? গণতন্ত্রের জন্যই তো জীবন দিয়েছে। ভোটাধিকারের জন্য। আমরা তো বলি নাই বিএনপিকে ক্ষমতা দিয়ে দেন। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই, জনগণ যাকে ইচ্ছা বেছে নিক।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রের লড়াই ১৭ বছর ধরে করেছি, এটা যারা অস্বীকার, অবজ্ঞা করে, মানতে চায় না, তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে এটা বলতে পারে না। এক মাসের জন্য সব হয়ে গেল, আর গণতন্ত্রের জন্য আমার যে বোনটা স্বামীকে হারিয়েছে- তার কথা ভুলে যায়, এটা ভয়াবহ।
কেএইচ/এএমএ/এমএস
বিজ্ঞাপন