জিম্বাবুয়ে : যোগ্যতা নির্ণয়ক পর্বে সুপার সিক্সে জায়গা দখল করলেও এবারের বিশ্বকাপ খেলার সুযোগ হাত ছাড়া হল। সুপার সিক্সে ৩ নম্বর স্থানে থাকে তারা। ৫ টি ম্যাচে ২টি জয়, ২টি হার এবং একটিতে ড্র করে গ্রেম ক্রেমারের দল। সুপার সিক্সে তাদের মোট পয়েন্ট ছিল ৫।
২/৭
স্কটল্যান্ড : জিম্বাবুয়ের মতো সুপার সিক্সে মোট ৫টি ম্যাচে ২টিতে জয়, ২টিতে হার এবং একটিতে ড্র করে স্কটল্যান্ড। তাদের মোট পয়েন্ট রয়েছে ৫।
৩/৭
আয়ারল্যান্ড : সুপার সিক্সে জায়গা দখল করলেও ৫টি ম্যাচে ৩টিতে হেরে বিশ্বকাপে যোগ্যাত অর্জন করতে পারল না কোয়েটজারের দল।
৪/৭
নেদারল্যান্ডস : ৪ বার বিশ্বকাপ খেলেছে এই দেশ। এবারে সেই সুযোগ হল না। যোগ্যতা নির্ণয়ক পর্বে গ্রুপ এ থেকে সুপার সিক্সে পৌঁছয়নি এই দেশ।
৫/৭
পাপুয়া নিউগিনি : ক্রিকেটের দুনিয়া অনভিজ্ঞ এই দেশ। এখন বিশ্বকাপ খেলার সুযোগ হয়নি। এবারেও হল না। যোগ্যতা নির্ণয়নক পর্বে গ্রুপ স্টেজে সবকটি ম্যাচই হারে পাপুয়া নিউগিনি।
৬/৭
নেপাল : প্রতিবেশী এই দেশও এবারে বিশ্বকাপ খেলার সুযোগ পেল না। গ্রুপ স্টেজে হংকংকে হারায় নেপাল। কিন্তু ওই একটি ম্যাচই জেতে নেপাল।
৭/৭
হংকং : হংকংও গ্রুপ স্টেজে একটি ম্যাচই জিতেছে। গ্রুপ বি তালিকায় সবার শেষে রয়েছে এই দেশ।