ভারতীয় যেসব ক্রিকেটারদের বেতন বেড়েছে তাদের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
১/১৩
আগে গ্রেড ‘এ’ তালিকায় থাকা ক্রিকেটাররা পেতেন এক কোটি টাকা। এ বছর সেই পরিমাণকে দ্বিগুণ করল বিসিসিআই। অধিনায়ক বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, আজিঙ্ক রাহানে ও রবিচন্দ্রন অশ্বিনের পাশাপাশি রবীন্দ্র জাদেজা, মুরলী বিজয় এবং চেতেশ্বর পূজারা জায়গা পেয়েছেন এই তালিকায়।
২/১৩
এর আগে গ্রেড ‘সি’ তালিকায় ছিলেন রবীন্দ্র জাদেজা। সম্প্রতি ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সে গ্রেড ‘এ’ তালিকায় চলে এসেছেন তিনি। পূজারা এবং মুরলী বিজয়ও সর্বোচ্চ গ্রেডে জায়গা করে নিয়েছেন।
৩/১৩
তিনটি গ্রেডেই অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। গ্রেড ‘এ’ এক কোটি থেকে ২ কোটি, গ্রেড ‘বি’ ৫০ লক্ষ থেকে এক কোটি এবং গ্রেড ‘সি’ ২৫ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা বার্ষিক বেতন ধার্য করা হয়েছে।
৪/১৩
চলতি চুক্তির সময়সীমা শেষ হচ্ছে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরে। এরপর থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।এ ছাড়াও তিন ফর্ম্যাটের ম্যাচ ফিও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআইয়ের প্রশাসক কমিটি। নির্দেশিকায় জানানো হয়েছে, টেস্ট প্রতি ১৫ লক্ষ টাকা, ৬ লক্ষ টাকা ওয়ানডে এবং ৩ লক্ষ টাকা টি-২০-এর ম্যাচ ফি করা হয়েছে।
৫/১৩
তবে, এ বারের গ্রেড ‘বি’-তে থাকা সুরেশ রায়না বাদ গিয়েছে বিসিসিআইয়ের চুক্তি থেকে। ওই তালিকায় হরভাজন সিংহও জায়গা পাননি।