EN
  1. Home/
  2. ফটো গ্যালারি
  3. /আন্তর্জাতিক

সকাল বেলার রোদ্দুর

প্রকাশিত: ১১:০৭ এএম, ১২ অক্টোবর ২০২৪

কবির সুমনের একটা গান আছে, ‘সকাল বেলা রোদ্দুর যেই মাটিতে পা ফেলেছে, একটা চড়াই অমনি দেখি এক্কা দোক্কা খেলছে। যে মেয়েটার খেলা দেখে চড়াই পাখির শেখা, সে মেয়েটাই যাবে স্কুলে রিকশা চেপে একা।’ দেশে বা প্রবাসে এখনকার বাস্তবতাটাই এমন। মহাবিশ্বের নিয়মে সূর্য উঠে দিনের শুরু হয় আবার দিনের শেষে সূর্য অস্ত যায় কিন্তু সেটা খেয়াল করার বিন্দু মাত্র অবসর নেই আমাদের। এখনকার শিশুরা আইপ্যাড, ট্যাব আর টিভি নিয়ে সারাক্ষণই ব্যস্ত সময় পার করে। এরপরও আপনি চাইলে তাদের সকাল, দুপুর বা সন্ধ্যা চেনাতে পারেন। সকালের এই ছবিগুলো সিডনির বিভিন্নস্থান থেকে সাম্প্রতিক সময়ে তোলা। 

আরও

সর্বশেষ