যে বলিউড তারকাদের ভোটদানে জনগণকে উৎসাহ দিতে অনুরোধ করেছেন মোদি
বর্তমানে গণতান্ত্রিক দেশগুলোতে নির্বাচন এলে শোবিজ অঙ্গনের তারকাদের অংশ নিতে দেখা যাচ্ছে। সেই তারা জনগণকে ভোটদানে উৎসাহ দিতেও দেখা যাচ্ছে। তাই ভারতের আসন্ন নির্বাচনে ভোটদানে উৎসাহ বাড়াতে বলিউডের বেশ কয়েকজন তারকাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহবান জানিয়েছেন।
![শাহরুখ খান, অমিতাভ বচ্চন, করণ জোহরের কাছে টুইট করে সাধারণ মানুষকে টুইট করে উৎসাহ দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2019February/bolled-2-20190313194133.jpg)
![সালমান ও আমিরকেও টুইট করে নিজস্ব কায়দায় সাধারণ মানুষকে ভোট দেওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী।](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2019February/bolled-3-20190313194151.jpg)
![প্রধানমন্ত্রী টুইটের উত্তর দেন করণ জোহর ও আমির খান।](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2019February/bolled-4-20190313194205.jpg)
![অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানা, ভূমি পেডনেকরকে ভোট দানে মানুষকে সচেতন করার অনুরোধ করেন মোদি।](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2019February/bolled-5-20190313194230.jpg)
![প্রধানমন্ত্রীর টুইটের উত্তর দেন আক্কি ও আয়ুষ্মান।](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2019February/bolled-6-20190313194246.jpg)
![শুধু অভিনেতাদেরই নয়, জনপ্রিয় অভিনেত্রী দীপিকা, অনুশকা, আলিয়ার কাছেও অনুরোধ জানান প্রধানমন্ত্রী।](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2019February/bolled-7-20190313194305.jpg)
![প্রধানমন্ত্রীর এই অনুরোধ পৌঁছয় রণবীর সিং, ভিকি কৌশল ও বরুণ ধাওয়ানের কাছেও।](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2019February/bolled-8-20190313194323.jpg)