রান্নাঘরে তরিতরকারি ও ফল কাটার পর খোসা ফেলে দেন। তবে এ খোসা ফেলে না দিয়ে রূপ চর্চায় ব্যবহার করতে পারেন।
১/৪
আলুর খোসার মধ্যে থাকা ভিটামিন সি ত্বকের কালো ছোপ, চোখের কোলের কালি, ফোলা ভাব, ক্লান্তি দূর করতে সাহায্য করে।
২/৪
কলার খোসা দাঁত ঝকঝকে করতে সাহায্য করে। দাঁতে হলুদ ছোপ পড়লে কলার খোসা ঘঁষে নিন।
৩/৪
কমলা ও গ্রেপ ফ্রুট খোসার সুগন্ধ অবসাদ কাটাতে সাহায্য করে। ত্বকের চুলকানিও দূর করে। গোসলের পানিতে এই খোসাগুলো ফেলে সেই পানি দিয়ে গোসল করুন। ক্লান্তি দূর হবে।
৪/৪
ফল বা সবজির খোসায় থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ও নিউট্রিয়েন্ট ত্বকের জন্য খুব ভাল। যা ত্বক এক্সফোলিয়েট ও পরিষ্কার করতে সাহায্য করে।