রাশিফলে জেনে নিন ২০১৯ সালে আপনার প্রেম ভেঙে যেতে পারে যেসব কারণে
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১২ জানুয়ারি ২০১৯
২০১৯ সালে প্রেম ভেঙে যেতে পারে অনেকের। এবার রাশিফলে জেনে নিন প্রেম ভেঙে যাওয়ার কারণ সমূহ।
১/১২
মেষ : এই বছর কর্মক্ষেত্রে বহু সাফল্য আসবে। অর্থাগমও হবে। কিন্তু এই সাফল্যের কুপ্রভাব পড়বে সম্পর্কের উপরে। আপনার সঙ্গী ঈর্ষান্বিত হয়ে পড়তে পারেন এবং নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। অনেক ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা হতে পারে। তাই কাজে মন দেওয়ার সঙ্গে সঙ্গীকেও সময় দিন।
২/১২
বৃষ : সঙ্গী সম্পর্কে বেশি পজেটিভ হয়ে পড়তে পারেন। অনেক রকমের বাধাও তৈরি হতে পারে। ফলে সম্পর্কে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জায়গা কমবে।
৩/১২
মিথুন : এই বছর সঙ্গীর কোনও ব্যবহারে আপনি ঈর্ষান্বিত হয়ে পড়তে পারেন। তবে সারা বছরই যে আপনি হিংসে করবেন তা নয়। তা ছাড়া, মিথুন রাশির জাতক জাতিকারা হিংসে করলেও, তা মুখে বলে না।
৪/১২
কর্কট : ২০১৯ সালে সঙ্গীর সঙ্গে বহু বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগে থাকবে। তর্কে কে জিতবে এই ধরনের মনোভাব থাকলে সম্পর্কে ক্ষতিই হবে। তাই ইগো সরিয়ে নিজে থেকেই মিটমাট করে নিন।
৫/১২
সিংহ : এই রাশির জাতক জাতিকারা ২০১৯ সালে পরিচিতি ও খ্যাতি পাওয়ার চেষ্টায় লেগে থাকবেন। তবে সঙ্গীকে সময় না দিয়ে খ্যাতি পাওয়ার চেষ্টা করবেন না।
৬/১২
কন্যা : বেশি ভেবে সম্পর্কে অযথা জটিলতা তৈরি করবেন না। মনে রাখবেন জোর করে কিছু হয় না। সম্পর্কে যাতে দু’জনেই নিঃশ্বাস নিতে পারেন, সেই দিকে নজর রাখুন। হালকা মেজাজে সঙ্গীর সঙ্গে সময় কাটান।
৭/১২
তুলা : কর্মক্ষেত্রের অবস্থা এমন থাকবে যে সঙ্গীকে সময় দিতে পারবেন না। ফলে সম্পর্কে এই নিয়ে সমস্যা লেগে থাকবে। সঙ্গী নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন।
৮/১২
বৃশ্চিক : প্রেমের ক্ষেত্রে এই বছর আপনার জন্য মোটেই শুভ নয়। বহু ওঠানামা হবে। এমনকী, ফেব্রুয়ারির পরে সম্পর্ক বিচ্ছেদের সম্ভাবনাও দেখা যাবে। তবে সম্পর্ককে যত্ন করলে সম্পর্ক ভাঙবে না।
৯/১২
ধনু : এই রাশির জাতক জাতিকারা স্বাধীনভাবে থাকতে ভালবাসেন। এরা কোনও সম্পর্কেই প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারেন না। তবে প্রেমের কমতি থাকে না। আর ঠিক এই কারণেই এই বছরে সম্পর্কে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে।
১০/১২
মকর : এই রাশির জাতক জাতিকারা খুবই স্বাধীনচেতা হন। কিন্তু সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখতে পছন্দ করেন। এই বছর সেই স্বচ্ছতা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
১১/১২
কুম্ভ : বন্ধুদের সঙ্গে সময় কাটানো নিয়ে এই বছর আপনার সঙ্গী বিভিন্ন সমস্যা তৈরি করতে পারেন। ভুল বোঝাবুঝি চরমে পৌঁছনোর সম্ভাবনাও রয়েছে। তাই প্রথম থেকেই বন্ধুদের সঙ্গে সঙ্গীর সঙ্গেও সময় কাটান।
১২/১২
মীন : কাজে এতই ব্যস্ত থাকবেন চাইলেও এই বছর সম্পর্কে সময় দিতে পারবেন না। ক্যারিয়ারকে এর আগে আপনি এত গুরুত্ব দেননি। তাই সম্পর্কে সময় দেওয়া নিয়ে কলহ লেগে থাকবে।