ভারতীয় ছোটপর্দার তারকারা কে কোন কলেজের পড়েছেন, তাদের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
১/৮
তৃণা সাহা : তিনি ভারতের সুপরিচিত শ্রী শিক্ষায়তন কলেজে কমার্স নিয়ে পড়াশোনা করেছেন। পরে নিউ দিল্লি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে পোস্ট গ্র্যাজুয়েট ও ফিনান্স অ্যান্ড মার্কেটিংয়ে ডিপ্লোমা করেছেন।
২/৮
সৌরভ চক্রবর্তী : তিনি ভারতের সিটি কলেজে কমার্স নিয়ে পড়াশোনা করেছেন।
৩/৮
পায়েল দে : ভবানীপুর গুজরাটের এডুকেশন সোসাইটি থেকে পাশ করেছেন ইংলিশ অনার্স নিয়ে।
৪/৮
দ্বৈপায়ন দাস : প্রেসিডেন্সি কলেজ থেকে জিওলজি অনার্স নিয়ে পাশ করেছেন।
৫/৮
জিতু কমল : সুরেন্দ্রনাথ কলেজ থেকে অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে পাশ করেছেন।
৬/৮
অঙ্কিতা মজুমদার : তিনি ভারতের নৈহাটির ঋষি বঙ্কিম চন্দ্র কলেজ থেকে বাংলা অনার্স নিয়ে পাশ করেছেন।
৭/৮
বিক্রম চট্টোপাধ্যায় : তিনি ভারতের সাউথ সিটি ডে কলেজের ছাত্র ছিলেন।
৮/৮
সঙ্ঘমিত্রা তালুকদার : ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকে বাংলা অনার্স নিয়ে পাশ করেছেন। পরে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেছেন।