প্রথম অডিশনে ৫ বলিউড তারকা দেখতে যেমন ছিলেন, সেই ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
১/৫
আনুশকা শর্মা : ‘থ্রি ইডিয়টস’ ছবির পিয়ার খোঁজ চলছে তখন। পিয়া চরিত্রের জন্য অডিশন দিতে এমন শারীরিক গঠন নিয়ে এসেছিলেন অনুশকা শর্মা। পরে যদিও এই চরিত্রের জন্য কারিনা কাপুরকে বাছাই করা হয়।
২/৫
আলিয়া ভাট : ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির অডিশনের সময় আলিয়া অনেক মোটা ছিলেন।
৩/৫
ওমি বৈদ্য : ‘থ্রি ইডিয়টস’ ছবিতে চালাক-চতুর চরিত্রের জন্য এভাবেই অডিশনে এসেছিলেন ওমি বৈদ্য।
৪/৫
মনজৎ সিংহ : ‘উড়ান’ ছবিতে অডিশন দেওয়ার সময় মনজিৎ।
৫/৫
শাহরুখ খান : অডিশন পর্ব থেকে বাদ যাননি খোদ কিং খানও। ‘স্বদেশ’ ছবির অডিশনে গায়েত্রী যোশীর সঙ্গে শাহরুখ।