দীর্ঘদিন বাংলা ছবির জগতে পরিচিত মুখ হলেও টালিগঞ্জে সেভাবে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি অরুণিমা। তিনি বেশ কিছু সাহসী চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেছেন।
২/৯
টালিগঞ্জে অরুণিমা অবশ্য নতুন নায়িকা নন। ২০০৪ সালে তার প্রথম ছবি মুক্তি পেয়েছিল প্রসেনজিতের সঙ্গে।
৩/৯
অরুণিমা অভিনীত ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘নায়িকা সংবাদ’ ছবির একটি দৃশ্য।
৪/৯
দীর্ঘদিন বাংলা ছবির জগতে পরিচিত মুখ হলেও টালিগঞ্জে সেভাবে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি অরুণিমা।
৫/৯
‘বঙ্কু বাবু’র মতো একাধিক ছবিতে অরুণিমাকে সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে।
৬/৯
‘সূর্য’, ‘সংগ্রাম’, ‘লাভ বার্ডস’, ‘নায়িকা সংবাদ’র মতো ছবিতে অভিনয় করেছেন অরুণিমা।
৭/৯
‘বঙ্কু বাবু’ ছবির আরও একটি দৃশ্যে অরুণিমা।
৮/৯
২০১৬ সালে অবশ্য অরুণিমার পক্ষে লাকি বলতেই হবে। কিছুদিন আগে অরুণিমা অভিনীত ‘ঈগলের চোখ’ মুক্তি পেয়েছে। এই ছবিটিও বক্স অফিসে ভালোই সাড়া পেয়েছে।
৯/৯
মূলত বাণিজ্যিক ছবিতে অভিনয় করলেও ২০১১ সালে ‘এলার চার অধ্যায়’ ছবিতে অভিনয় করেছিলেন অরুণিমা।