রকমারি পোশাকে সুপারহিট খুশি কাপুর
স্টাইল আইকন খ্যাত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। কাজ দিয়ে তেমন আলোচনায় না থাকলেও নিজের লাস্যময়ী সব পোশাকে নেটিজেনদের নজরকাড়তে বেশ দক্ষ এই স্টারকিড।
![বড় বোন জাহ্নবী কাপুরের মতো খুশি কাপুর ও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। ছবি: ইনস্টাগ্রাম](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2023March/kkhusi-20240504141620.jpg)
![সম্প্রতি সাদাকালো পোশাকে কিছু ছবি শেয়ার করেছেন খুশি। ছবি: ইনস্টাগ্রাম](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2023March/khusi-kapor-20240504141636.jpg)
![সেখানেই বেশ লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2023March/kapoor-khusi-20240504141651.jpg)
![আর্চিস চলচ্চিত্র দিয়ে সিনেমায় ক্যারিয়ার শুরু করেছেন খুশি। তবে কাজ শুরুর আগ থেকেই স্টারকিড ও জাহ্নবী কাপুরের বোন হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2023March/khusi-20240504141710.jpg)
স্টাইল আইকন খ্যাত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। কাজ দিয়ে তেমন আলোচনায় না থাকলেও নিজের লাস্যময়ী সব পোশাকে নেটিজেনদের নজরকাড়তে বেশ দক্ষ এই স্টারকিড।