মিষ্টি হাসির মৌসুমী
ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা মৌসুমী সব প্রজন্মের দর্শকের কাছেই সমান গ্রহণযোগ্য। তার ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
![সবার পছন্দের চিত্রনায়িকা মৌসুমীর ঠোঁটের কোণে যেন সব সময় মিষ্টি হাসি লেগেই থাকে। তাই বুঝি তাকে সবাই মিষ্টি মেয়ে বলে ডাকেন। ছবি : মাহবুব আলম](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2016October/Moushomi-120170310153635.jpg)
![মৌসুমীর ছোটবেলা থেকেই অভিনয় ও গানের প্রতি ছিল তার দারুণ আগ্রহ। সেই আগ্রহ নিয়েই ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। ছবি : মাহবুব আলম](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2016October/Moushomi-220170310153648.jpg)
![১৯৯৩ সালে মৌসুমী ঢাকাই চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এখনও তিনি অভিনয় করে যাচ্ছেন। ছবি : মাহবুব আলম](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2016October/Moushomi-320170310153659.jpg)
![‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে মৌসুমী তার চলচ্চিত্র যাত্রা শুরু করেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন সালমান শাহ। ছবি : মাহবুব আলম](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2016October/Moushomi-420170310153709.jpg)
![চলচ্চিত্র ক্যারিয়ারে মৌসুমী এ যাবত অনেক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। ছবি : মাহবুব আলম](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2016October/Moushomi-520170310153722.jpg)
![আদর্শ স্ত্রী, মা ও গৃহিণী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অভিনেত্রী মৌসুমী প্রযোজক হিসেবেও সফল হয়েছেন। সেই সঙ্গে পরিচালনায়ও দক্ষতার পরিচয় দিয়েছেন। ছবি : মাহবুব আলম](https://cdn.jagonews24.com/media/PhotoGalleryNew/BG/2016October/Moushomi-620170310153735.jpg)
ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা মৌসুমী সব প্রজন্মের দর্শকের কাছেই সমান গ্রহণযোগ্য। তার ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।