ঢাকাই চলচ্চিত্রের তরুণ প্রজন্মের দর্শকপ্রিয় নায়ক সাইমনের বিপরীতে নতুন নায়িকা তনুশা অভিনয় করছেন।
১/৬
সাইমনের বিপরীতে নতুন নায়িকা তনুশা অভিনয় করছেন। বেশ কয়েকদিন আগেই সাইমন জানিয়েছিলেন তিনি নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন। ছবি : মাহবুব আলম
২/৬
সাইমনের নতুন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান মুভি প্লানেট মাল্টিমিডিয়া থেকে জানানো হলো সেই নায়িকার নাম তনুশা এনা। সাইমনের বিপরীতে এ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তার। ছবি : মাহবুব আলম
৩/৬
সাইমন-তনুশা জাগো নিউজের ক্যামেরাবন্দি হয়েছেন। ফটোশুটে অংশ নেওয়ার সময় দুজনেই বেশ উচ্ছ্বসিত ছিলেন। ছবি : মাহবুব আলম
৪/৬
নতুন ছবিতে তনুশাকে সহশিল্পী হিসেবে পেয়ে সাইমন মনে করছেন, আবারও দর্শকদের মনোমুগ্ধকর একটি ছবি উপহার দিতে পারবেন। ছবি : মাহবুব আলম
৫/৬
নৃত্যের ভঙ্গিতে সাইমন-তনুশা। দুজনেই নাচে, গানে এবং অভিনয়ে দর্শকদের মাতাতে পারবেন। ছবি : মাহবুব আলম
৬/৬
তনুশা জাগো নিউজকে জানালেন, তিনি শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স করছেন। নতুন ছবিতে সাইমনকে পেয়ে তিনি অনেক আনন্দিত। ছবি : মাহবুব আলম